নতুন কুঁড়ি | মধুমাসের মধুফল

নতুন কুঁড়ি | মধুমাসের মধুফল _____________ ১ গাঁয়ের পরিবেশ সাকিব মাহবুব সবুজে ঘেরা আমার গাঁয়ে নানা পাখির মেলা গাছের শাখে কলরবেই কাটায় সারা বেলা। বন-বাদাড়ে পাতার ফাঁকে নানান ফুল ফুটে ঋতুর ভেদে হরেক ফলে নজর নেয় লুটে। গাঁয়ের মাঠে চাষি ভাইয়ে করে যে হাল চাষ ফসল ফলে সারা বছর মিটে খাবার আশ। সবুজ মাঠে রাখাল ছেলে চরায় গরু মেষ হিজল তলে বাজায় বাঁশি ছড়ায় সুর বেশ। গাঁয়ের পাশে সোনাই নদী কলকলিয়ে চলে ভাটি গানের সুর হামেশা শুনি মাঝির গলে। কলসি ভরে গাঁয়ের বধূ নদীতে স্নান শেষে ঘোমটি 'নায়ে কন্যা যায় নববধূর বেশে। বিল-নদীতে নানা জাতের মাছেরা খেলা করে সকাল-সাঁঝে পানিতে নেমে জেলেরা মাছ ধরে। বকের সারি মাছের খুঁজে বেড়ায় খালে-বিলে ছোঁ মেরে মাছ ধরে পালায় মাছরাঙা ও চিলে। জন্মেছি এ গাঁয়ের বুকে গর্ব করি তাই সুখে-দুঃখে বসত করে শান্তি মনে পাই। ছায়ায় ঘেরা পরিবেশেই কাটে আমার ক্ষণ, রূপের শোভা দেখে দেখেই পুলকে ভরে মন। ২ ঘাসফুল এইচ.টি মাহির কেউ মাড়িয়ে যায়, সবুজ গালিচায় দুমড়ে মুচড়ে বিবর্ণ, সাদা স্বপ্ন চূর্ণ কতো ভুল! তবু ফোটে, ছোট ছোট ছন্দে, জীবনানন্...