আরশোলা-টিকটিকি লড়াই দেবব্রত মাজী নামটি আমার আরশোলা ঢুকি গৃহস্তের দরজা খোলা। টিকটিকি নামটি আমার থাকি সদা ঘরের ভিতর। নোংরা অন্ধকারে আমি থাকি পারেনা ধরতে কেউ আমাকে। নাগালের বাইরে আমি থাকি ধরতে আসেনা কেউ আমাকে। নিচে আমি থাকতে পারি বিপদ এলে উড়তেও পারি। লম্ফ-ঝম্ফ করতে পারি তাইতো শত্রু ধরতে পারি। থাকি গৃহস্তের চাল আটায় সাবার করি সদা সবসময়। করিনা কোনো ক্ষতি গৃহস্তের তাড়ায় না কেউ আমাদের। ধরতে পারিস আয় নিচে পালাবো আমি ঠিক বেঁচে। রেগে টিকটিকি রঙ পাল্টে ...