ফাগুন হাওয়া | সাজু কবীর


 




গাঁদা ফুলের রঙ ঝরে দেখ

ফাগুন-দিনের রোদ্দুরে

শিমুল,পলাশ, কৃষ্ণচূড়া

লাল টুকটুক ফুরফুরে।

সুর তুলে যায় চপল কোকিল

ফুল বাগিচা ভুরভুরে,

বাসন্তিসাজ সুড়সুড়ি দেয়

উৎসবে মন ঘুরঘুরে।

উষ্ণতা দেখ ভালোবাসায়

কষ্ট বুকের থুরথুরে,

ফাগুন হাওয়া মন উতলা

সুখগুলো বেশ মুড়মুড়ে।


বাহার কাছনা, রংপুর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিকের সাহিত্য | দৈনিক দিকের বার্তা