ফাল্গুনী প্রণয় | শারমিন নাহার ঝর্ণা
নয়ন পানে তুমি যখন রাখো দৃষ্টিহৃ
দয় অরণ্যে ফোটে বসন্তের পুষ্প,
গুন গুনিয়ে উঠে বসন্তদূত-
ফাল্গুনী প্রণয়ে সাজে হৃদয়ের উঠোন।
ভেজা নয়ন তোমায় দেখে বার বার
আহ্লাদী দৃষ্টিতে অপার মুগ্ধতায়,
হাত বাড়িয়ে ডাকো পরাকাষ্ঠা হাসিতে-
খোপাঁয় গুঁজে দিতে ফাল্গুনী ফুল।
তোমার ঐ পরাকাষ্ঠা হাসিতে হারিয়ে
যাই অচেনা অবনীতলে,
ভুলে যাই সমাজবিধি ভেঙ্গে দেই
বিষাদের প্রাসাদ প্রণয়ের বলে।।
লেখকের ঠিকানাঃ পাংশা রাজবাড়ী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন