সাকিব মাহবুব | আম কুড়ানো




সবুজ কাঁচা আম ধরেছে 
মিয়া বাড়ির বাগে,
আনবে কে কার আগে।
লবণ মরিচ দিয়ে খেতে 
ইচ্ছে মনে জাগে।
সকাল সাঁঝে ভর-দুপুরে
আম কুড়াতে চলে, 
কচিকাঁচার দলে।
ঝগড়াঝাটি লাগে কভু 
আম কুড়ানোর ছলে।
কেউবা দেখি ঢিলও ছুড়ে
আস্তে গিয়ে কাছে,
কাঁচা আমের গাছে।
ছোট মিয়া আসবে তেড়ে 
অন্তরে ভয় পাছে।
মিয়া বাড়ির ছোট মিয়া 
বয়সটা ষাট হবে,
তেড়ে আসে যবে।
তাকে দেখলে কচিকাঁচা 
ছুটে পালায় সবে।


১৪ মে, ২০২৩, ঢাকা থেকে প্রকাশিত। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিকের সাহিত্য | দৈনিক দিকের বার্তা