তেল মারো | রিয়াজ মাহমুদ রাতুন

                             তেল মারো

                     রিয়াজ মাহমুদ রাতুল



তেলের বাজার বেজায় চড়া,

বসের মেজাজ ভীষণ কড়া।

সবকিছুকে করতে হাসিল-

ইচ্ছেমতন তেল মারো।

তেল মারো ভাই, তেল মারো

নয়তো বরং পথ ছাড়ো।


তেল মারিলে কার্য সাড়ে,

একের বাড়ন দুই-এ বাড়ে!

অযোগ্য যে কাজ সেড়ে যায়-

তেল মারিলে তার-ও।

তেল মারো ভাই, তেল মারো

নয়তো বরং পথ ছাড়ো।


তেলে আছে স্নেহ ভাই,

যার তুলনা আর কিছু নাই।

তেল মাখিলে চকচকা হয়-

স্যূটেড-বুটেড স্যার-ও।

তেল মারো ভাই, তেল মারো

নয়তো বরং পথ ছাড়ো।


স্বার্থ হাসিল করতে হলে,

খুব কুশলে, ছলেবলে।

করতে হলে বসকে খুশি-

একটুর বেশি আরও।

তেল মারো ভাই, তেল মারো

যে যার মত যত্ত পারো...!


লেখকের ঠিকানাঃ কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দিকের সাহিত্য | দৈনিক দিকের বার্তা